রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
Title :
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে প্রাসাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত জগন্নাথপুরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরের প্রবাসী আখলাকুর রহমান চৌধুরী স্বদেশ আগমনে আলেম সমাজের শুভেচ্ছা জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জনসাধারণের আয়োজনে কয়ছর এম আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জনসাধারণের আয়োজনে কয়ছর এম আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরের কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থান করতে পারেনি“মেধা যাচাই পরীক্ষার শ্রেষ্ঠ তালিকায়, সুশীল সমাজের ক্ষোভ সুনামগঞ্জে বেরাতে এসে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল মা-মেয়ের জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলারের জেল জরিমানা জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩২ Time View

জগন্নাথপুর প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী ইউনিয়ন মার্কেট পয়েন্ট এর খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এব্যাপারে ১৯ অক্টোবর এনামুল ইসলাম নামের এক প্রার্থী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারী এনামুল ইসলাম পাটলী ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিগত ১৯/০৯/২০২৫ ইং তারিখে জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে উপজেলার অন্যান্য এলাকাসহ পাটলী ইউনিয়ন মার্কেট এলাকায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের আহ্বান করা হয়। আমি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ও নিয়ম অনুযায়ী আমার দরখাস্তের সাথে যাবতীয় কাগজ পত্র জমা দেই। কিন্তু ১৬/১০/২০২৫ ইং তারিখে উপজেলা খাদ্য বান্ধব কমিটি প্রবাসী বলে আমার আবেনটি বাতিল করে দেয়। যদিও আমি বিগত ৫ বছর যাবত আমি আমার নিজ গ্রামে বসবাস করে আসছি। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ডিলার হিসাবে নিয়োগ পাওয়া সি এস এম এন্টারপ্রাইজ দাখিলকৃত দরখাস্তের ফাইলে খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স ছিলনা।এমনকি সরজমিন তদন্তকালীন সময় তদন্ত কর্মকর্তা রাজমনি সিংহ নিকট লাইসেন্স দেখাতে পারেনাই। এর পর ও সি এস এম এন্টারপ্রাইজ লটারীর মাধ্যমে ডিলার নিযুক্ত হয়। হাতনম ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং নিয়োগপ্রাপ্ত ডিলার তদন্তকালীন সময়ে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন। এতে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে অভিযোগে দাবি করা হয়।
তিনি জেলা প্রশাসকের নিকট স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা এবং অনিয়মের প্রমাণ মিললে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়ার দাবি জানান।
তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার রাজ মনি সিংহ জানান, তদন্তকালীন সময় সি এস এস এন্টারপ্রাইজ এর প্রো: মারজান আহমদ চৌধুরী
খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ক্রয়-বিক্রয় ও গুদামজাত করনের লাইসেন্স দেখাতে পারেনাই তা আমি প্রতিবেদনে উল্লেখ করেছি।
অভিযোগের বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বলেন, অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102