সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে প্রাসাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত জগন্নাথপুরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরের প্রবাসী আখলাকুর রহমান চৌধুরী স্বদেশ আগমনে আলেম সমাজের শুভেচ্ছা জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জনসাধারণের আয়োজনে কয়ছর এম আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জনসাধারণের আয়োজনে কয়ছর এম আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত জগন্নাথপুরের কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থান করতে পারেনি“মেধা যাচাই পরীক্ষার শ্রেষ্ঠ তালিকায়, সুশীল সমাজের ক্ষোভ সুনামগঞ্জে বেরাতে এসে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল মা-মেয়ের জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলারের জেল জরিমানা জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আবেদনকারীদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ রয়েছে, অবৈধ সুবিধার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর উপজেলা খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন এর কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠতে থাকে তিনি আবেদনকারীর তালিকা প্রকাশে বিলম্ব ও গোপনীয়তা রক্ষাসহ লেনদেনের সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
অনেক অভিযোগকারী জানিয়েছেন, “আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি, কিন্তু বিনা কারণেই আমাদের বাদ দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্টভাবে পক্ষপাতিত্ব করা হয়েছে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর মোট ৬৯ জন ব্যবসায়ী ডিলার প্রাপ্তির জন্য আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন কারনে ৩৫ জনের আবেদন বাতিল বলে গন্য করেন ডিলার নিয়োগ কমিটি। ৩১ টি আবেদনের বিপরীতে লটারীর মাধ্যমে ১১জন ডিলার নিয়োগ করা হয়। কেউনবাড়ী বাজার ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্ত কর্মতার তদন্তে বাতিল গন্য হওয়ায় কাওছার আহমদ রুবেল ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন। কলকলিয়া ইউনিয়নের খাশিলা ৩টি আবেদনের মধ্যে ২টি তদন্তকারী কর্মকর্তার তদন্তে বাতিল হওয়ার পর আবু সুফিয়ান তালুকদার ডিলার নিয়োগ প্রাপ্ত হন। বড়ফেছি বাজারে ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্তে বাতিল হলে মোঃ চান মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে একটি মাত্র আবেদন হওয়ার কারনে মোঃ সুহেল মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে মর্মে পাটলী ইউনিয়নের এনামুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এবং পাইলগাঁ ইউনিয়নের সাতা পয়েন্ট এর মোঃ সানুর মিয়া ও মোঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোঃ সাহাব উদ্দিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। যারা আবেদন করে ডিলার নিয়োগের উপযুক্ত হয়নাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন।
উপজেলা খাদ্যবাদ্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102