(জনাব, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বীর বিক্রম কর্নেল আতাউল গনী ওসমানী স্মরণে)
আজাদীর নিমিত্ত ছিলাম জীবন মরণ যুদ্ধে,
ন' মাস করেছিলাম যুদ্ধ , ছিলাম জীবন নামের দ্বন্দ্বে ।
সময় অসময় ছিল না সঠিক করেছিলাম যুদ্ধ
মাঠে , বনে,জঙ্গলে গেরিলা কায়দায় চালিয়েছিলাম আমরা অস্ত্র,
কখন ও বা মুখোমুখি , কখনো বা নানান কায়দায়
ধরেছিলাম অস্ত্র, ছিলাম মোরা বীর,
বীর সেনানী , স্বাধীনতাকামী
কখনও ক্ষুধাতুর জ্বালায় পেটে বেঁধেছিলাম গামছা
আত্মার মোহে- ফেলী নাই অবলার অশ্রু।
আমরা হয়েছিলাম মুক্তি , করবো স্বদেশ মুক্ত ,
করবো তোমায় মুক্ত
আজাদীর নিমিত্ত : শত শত বাঙালি দিয়েছে রক্ত।
পেয়েছিলাম আঘাত করছি শত্রু ধ্বংস,
সরিয়েছি নর ঘাতকের বংশ
সরাবো নর ঘাতকের বংশ ।
তোমার নিমিত্ত হে আজাদী
বহুদিন ছিলাম অপেক্ষমাণ,
রক্তের চিহ্নে এঁকেবেঁকে গেয়েছিলাম সূর্যের গান ।
ছিল -- উষ্ণধারায় প্রবাহমান রক্ত বিদ্যুতের মত,
গুয়ে বলস্ খতম, হবে খতম পরাজিত দ্বিচক্রী যত।
আমরা বিজয়ী, বিজয়ী হাতের তুর্য ,
আজ পূর্বের আকাশে উদীয়মান -- রক্তমাখা লাল স্বাধীনতার সূর্য ।
(রচনাকাল : ২৫ জানুয়ারি ১৯৮২ খ্রি., শিবগঞ্জ, সিলেট)
(বর্ণমালার বাংলাদেশ কাব্যগ্রন্থ থেকে)