বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
আজাদীর নিমিত্ত বুকের পাঁজর দিয়ে সুযোগ সন্ধানী জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে কারাদন্ড, বালু ভর্তি নৌকা জব্দ জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের বিলম্বে বিদ্যালয়ে উপস্থিতি, ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম জগন্নাথপুরের আলোচিত ধর্ষন মামলার আসামী শামীম প্রতিপক্ষের হাতে নিহত জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে প্রাসাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত জগন্নাথপুরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরের প্রবাসী আখলাকুর রহমান চৌধুরী স্বদেশ আগমনে আলেম সমাজের শুভেচ্ছা

জগন্নাথপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে কারাদন্ড, বালু ভর্তি নৌকা জব্দ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কুশিয়ারা নদী হতে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একই জেলার ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মোঃ জুলহাজ মিয়ার ছেলে মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের  আজাদ মিয়ার ছেলে মোঃ দিদার মিয়া (২৯), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ সেরালি মিয়ার ছেলে নজরুল (২৭)কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতে পাঠানো হয়েছে। এসময় বালুভর্তি ইঞ্জিনসহ ০৩ টি বাল্কহেড, বলগেট জব্দ  করে  আশারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মিয়ার জিম্মায় রাখা হয়।
এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলার জুবায়ের আহমদ, জিতু মিয়া, মুজিবুর রহমান, আব্দুর রহমান জুয়েল,  জয়নাল মিয়া, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পুরাতন কসবা গ্রামের মাহমদ মিয়া,  জামারগাঁও গ্রামের ফখরুল মিয়া, দিঘলবাক গ্রামের রুয়েল মিয়া,
গোপরাপুর গ্রামের নূরুল আমিনসহ একটি  চক্র বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধ বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে  অবৈধভাবে  বালু  উত্তোলনের অভিযোগ পাওয়া যাবে তাদের বিররুদ্ধে  আইনগত পদক্ষেপ  অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102