জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাশিলা পশ্চিম পাড়া কবিলপুর সেভেনটিন ব্রাদার্স কর্তৃক আয়োজিত আগামী ১০ নভেম্বর (সোমবার) ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাদ যোহর বয়ান পেশ করিবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী,পীর সাহেব জৈনপুরী। মাহফিলের আয়োজক ও সেভেনটিন ব্রাদার্সের অন্যতম সদস্য, আমেরিকা প্রবাসী বিশিষ্ট দানবীর ও সমাজসেবক মোঃ আখলাকুর রহমান চৌধুরী ঈসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি কার্যক্রম তদারকি ও সফল ভাবে বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে দেশে এসেছেন।
তিনি গতকাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হলে খাশিলা পশ্চিম পাড়া ইসলামি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি সাহেদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাবের হোসেন এর সহযোগিতায় ১নং কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আলেম সমাজ উনাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
অভ্যর্থনাদলে উপস্থিত ছিলেন ১নং কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ-এর প্রধান উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ, সভাপতি মাওলানা আব্দুল লতিফ লতিফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান নোমানী, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সুহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ মিনার, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এখলাসুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম সালেহী, ধর্ম সম্পাদক মাওলানা সিহাব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা জাহাঙ্গীর বিন মন্জুর, প্রচার সম্পাদক হাফিজ মাহবুব হোসেন, উপদেষ্টা সদস্য হাফিজ মাওলানা আজিজুল হক,সদস্য হাফিজ আলামিন,মাওলানা মুস্তাকিন আহমদ সহ অন্যান্য আলেম সমাজের নেতৃবৃন্দ।
মাহফিলের আয়োজক মোঃ আখলাকুর রহমান চৌধুরী সর্বস্তরের মুসলমানদের এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
খাশিলা পশ্চিম পাড়া কবিলপুরের ইতিহাসে এ মাহফিলকে একটি স্মরণীয় ধর্মীয় সমাবেশ হিসেবে দেখছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ।