শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
আজাদীর নিমিত্ত বুকের পাঁজর দিয়ে সুযোগ সন্ধানী জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫ জনকে কারাদন্ড, বালু ভর্তি নৌকা জব্দ জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের বিলম্বে বিদ্যালয়ে উপস্থিতি, ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম জগন্নাথপুরের আলোচিত ধর্ষন মামলার আসামী শামীম প্রতিপক্ষের হাতে নিহত জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুপস্থিতিতে প্রাসাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত জগন্নাথপুরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরের প্রবাসী আখলাকুর রহমান চৌধুরী স্বদেশ আগমনে আলেম সমাজের শুভেচ্ছা

গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে জগন্নাথপুরে তালামীযের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯০ Time View

ডেক্স রিপোর্ট :

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও তাজুল ইসলাম আলফাজ জানান , আমরা আজ এখানে জমায়েত হয়েছি এক মহৎ উদ্দেশ্যে , গাজায় আমাদের মুসলমান ভাই বোনদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদ জানাতে

বিশ্ব আজ নিরব, জাতিসংঘ চোঁখ মুজে আছে, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া এর কর্মীরা চুপ করে থাকতে পারে না। ফিলিস্তিনের ভূমি মুসলমানদের এবং সেই ভূমিতে ইসরায়েল যুগের পর যুগ ধরে যে দখল দারিত্ব চালিয়ে আসছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ শিশু, নারী, বৃদ্ধ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। মসজিদে হামলা, হাসপাতাল ধ্বংস, খাদ্য ও পানির রাস্তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা আজকের এই মিছিল মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই, ফিলিস্তিনের উপর এই বর্বরতা বন্ধ করতে হবে।

বাংলাদেশের আলেম সমাজ ও তরুণ সমাজ এবং তালামীযে ইসলামিয়া’ এর সৈনিকরা, নির্যাতিত মুসলমানদের পাশে আছে
পাশে থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় ইসরায়েলের এই হত্যাযঞ্জ বন্ধে ও অন্যায়ের নিন্দা জানানো হউক এবং আন্তর্জাতিক অঙ্গঁনে যাহাতে জোড়ালো ভূমিকা রাখা হয়। তিনি আরো বলেন, আমাদের প্রতিবাদ হোক শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সুদৃঢ়। আল্লাহ যেন গাজার মুসলমানদের রক্ষা করেন, শহীদদের জান্নাত দান করেন, আর আমাদেরকে সত্যের পক্ষে দৃঢ় থাকতে তৌফিক দান করেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া পৌর শাখার উদ্যোগে গাজায় মুসলমানের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাহিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সাবেক সভাপতি মাওলানা আবু আইয়ুব আনছারী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর স্টুডেন্ট কেয়ার’র সভাপতি মাওলানা হুমাইন কবির, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, হবিবপুর মাদ্রাসা শাখার সভাপতি মহি উদ্দিন, জগন্নাথপুর পৌর তালামীযের সহ সভাপতি আফাজুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পশ্চিম উপজেলার সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ খুকন, সুলেমান আহমদ, অর্থ সম্পাদক নুর, ৯ নং ওয়ার্ড এর সভাপতি নোমান আহমদ, সহ-অফিস সম্পাদক আন্জুম আহমদ তুহিন, জাবেদ নুর, প্রশিক্ষণ সম্পাদক তানভীর মিয়া, সহ -প্রশিক্ষণ সম্পাদক জমসেদ মিয়া , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নয়ন আহমদ, সহ-শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়াছ আলী, সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শাহিনূর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাসহুদুর রহমান, আলম, ৫ ও ৬ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আলী নূর, সদস্য আখতার, রুখন হাকিম, নয়ন, সোহাগ প্রমূখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102