স্টাফ রিপোর্টার:-
গতকাল দুপুর(০৪ এপ্রিল) ঈদের পঞ্চম দিনে দীর্ঘদিন পর “মুক্ত_সমাজ_কল্যাণ_সংস্থার পরিবার ও শুভাকাঙ্ক্ষী দের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য নিয়ে জহির’স ইনস্টিটিউট এ আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুশাররফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল আলী মিজু ও জহিরুল ইসলাম এর যৌত পরিচালানায় বক্তব্য রাখেন- জনাব মোঃ আলী আকবর, মোঃ ইকতার হুসেন, মোঃ রাসেল খান রাজু, মোঃ জিয়াউর রহমান, আল আমিন তালুকদার, রবিউল ইসলাম তানহার, সাজু আহমদ, হৃদয় তালুকদার, ইব্রাহিম খলিল, সুজন আহমদ, রাজিব চৌধুরী, মারজান খান, নুর আলম, আব্দুর রহিম, সুজন খান, শাহিনুর রহমান, আঃ মাজিদ এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।